সমাজের আলো: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজি (৩০) নামের আরও এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁনড়িয়েছে ২৬ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মনিরের মৃত্যু হয়। তার শরীর শতভাগ দগ্ধ ছিল। সঙ্গে শ্বাসনালী পুড়ে গেছে। এখন চিকিৎসাধীন আছেন ১১ জন।
