সমাজের আলো :পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পুলিশসহ বিয়েবাড়িতে হাজির হন। এ সময় বর ইব্রাহিম হোসেন (২২) জানালা দিয়ে পালিয়ে গেছেন। তবে ঘটকসহ চারজনকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর ইব্রাহিম হোসেন সাঁথিয়ার ফকিরপাড়া গ্রামের মো. ফজর প্রামাণিকের ছেলে। আর কনে একই উপজেলার করমজা গ্রামের মো. রিপন আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ইব্রাহিম হোসেনের সঙ্গে একই উপজেলার করমজা গ্রামের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পুলিশসহ সেখানে রওনা দেন। তবে তিনি বিয়েবাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। এ সময় বিয়েবাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে বর ইব্রাহিম হোসেন পালিয়ে যান।

