যশোর প্রতিনিধি : আমার সোনা আমায় ফেলে চলে গেল, আমি এখন কারে নিয়ে থাকব। কত কষ্টে আমার সোনারে নিজে খেয়ে-না খেয়ে বড় করছি। ওর বাবা ১০ বছর বয়সে রেখে বাড়ি থেকে চলে গেছে। সেই থেকে আমার সোনারে আমিই দেখে শুনে রেখেছি।’ এভাবে বিলাপ করে কথাগুলো বলছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন হোসেন (১৮) বাপ্পির মা জায়েদা বেগম। নিহত বাপ্পি যশোরের মনিরামপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ছয় বছর আগে দেনার দায়ে বাবা নজরুল ইসলাম বাড়ি ছাড়েন। আর ফিরে আসেনি। তার কোনো ভাই-বোন নেই।

