সমাজের আলোঃ এক রাতে ৫টি গরু  চুরি হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরার আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে।
গ্রামবাসি জানান বেউলা গ্রামের  বুদ্ধদেব বসাক প্রতিদিনের মত রাতে গোয়ালে গরু রাখে  ।সকাল বেলা গরু আনতে যেয়ে দেখতে  পায় গোয়ালে গরু নেই।  সোমবার রাতে একসাথে  ৫ টি গরু চুরি হয়ে গেছে। গরুগুলো উন্নতজাতের। গরু গুলোর রং লাল,সাদা কলো ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *