নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার বুধহাটায় খাদ্য অধিদপ্তরের চাউল নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। চাউল বিতরণ শেষে ভাড়াটিয়া গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের ৫বস্তা চাউল একটি কাকড়া ডিপোতে রাখায় বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বুধহাটা বাজারের কাঁচা বাজার সড়কের খোকন এর কাঁকড়া ডিপোতে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, খোকন এর কাঁকড়া ডিপোতে ৫বস্তা সরকারি চাউল পড়ে আছে। এবিষয়ে খোকন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিলার নজরুল ইসলাম উক্ত চাউল আমার ঘরে রেখে গেছেন। এবিষয়ে নজরুল ইসলাম বলেন, এখনও কয়েক জনের চাউল বিতরণ করা হয়নি। তারা আসলে তাদের চাউল দেওয়া হবে। এদিকে ইউনিয়ন ট্যাগ অফিসার, ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমার জানামতে চাউল সব বিতরণ করা হয়েছে। আমি বিতরণকৃত চাউলের তালিকায় স্বাক্ষর করেছি। যদি কোন চাউল অবশিষ্ট থাকে তবে সে বিষয়ে সংশ্লিষ্ট ডিলার জবাব দিবেন।

