সমাজের আলোঃ করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তীতে সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করতে অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’ একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে।
বুধবার (১৫ ই জুলাই) সকাল ৯ টা থেকে দেশের সর্ববৃহৎ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খাসকাটা যুব সংঘ ক্লাবে এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আমরা অনির্বাণ পরিবার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে অসহায় রোগীদের রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করি। দেশে করোনা ভাইরাসের আগমনের সাথে সাথে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট, সাবান, জীবাণু নাশক, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। রমজান মাসে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, ঈদের সময় ২১৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিগত ৪ তারিখে আমরা প্রতাপনগর ইউনিয়নে প্রথম মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করি। সেখানে আমরা ১৩০জন রোগীকে সেবা প্রদান করেছি। আজকেও ১৬০ জন রোগীকে সেবাপ্রদান করেছি।
এ সময় মেডিকেল ক্যাম্পে আরো একজন সেবা প্রদানকারী আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সিএইচসিপি মোঃ রবিউল ইসলাম বলেন, অনির্বাণ পরিবারের কার্যক্রমে আমি অনেক খুশি হয়েছি। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ক্যাম্প করা খুবই কঠিন ব্যাপার। তবে সেটা অনির্বাণ পরিবার করতে সক্ষম হয়েছে।
মেডিকেল ক্যাম্প এর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আল নূর হাসপাতালের পরিচালক গোলাম রব্বানি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, প্রচার সম্পাদক আশিক জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, মোঃ মুজাহিদ ও সিডিও ইয়ুথ টিমের উপজেলা সহ সভাপতি ফজলুল রহমান।
