সমাজের আলো : শনিবার সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভবতোষ মন্ডলের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাস্টার মুজিবর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার। উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার আব্দুল হাকিম, খোদাবক্স গাজী প্রমুখ। বক্তারা বলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

