ফজলুর হক, সূন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডের সহযোগিতায় ছাত্রলীগের শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করে।
বুধবার সকাল ১০ ঘটিকায় নীলডুমুর আলাউদ্দিন মার্কেটের পার্শ্বে ঘূণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অর্ধ শতাধিক শ্রমিকের মাঝে মাস্ক বিতরণ করা হয়
ঘূণিঝড় আম্ফানে নীলডুমুর আলাউদ্দিন মার্কের পাশ্বে রাস্তা সংস্কারের কাজে শ্রমিকদের মুখে মাস্ক ছিল না ।এটি বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের নজরে আসে।,তারা বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যানকে জানালে তাৎক্ষণিক ছাত্রলীগের সভাপতির কাছে শ্রমিকদের মাঝে বিতরণের জন্য মাস্ক প্রদান করেন।
মাস্ক বিতরণ কালে উপস্তিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনূর রশীদ সুমন,সাধারণ সম্পাদক ইমাম হুসাইন, সাবেক ছাত্রলীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু,বুলবুল হোসেন ও রায়হানুল হক রনি প্রমুখ।

