ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ বুড়িগোয়ালিনীর নীলডুমুরে ৮ দলীয় টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ১৩ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর বনকন্যা ফুটবল মাঠে(বর্তমান বিজি কলেজ মাঠ) সরদার বাড়ী একতা যুব সংঘের আয়োজনে মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮ দলীয় টি ১০ ক্রিকেট টুনামেন্ট এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘোরামী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরীফুল ইসলাম। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আব্দুর রউফ, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। উক্ত টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে নীলডুমুর টাইগার্স ক্লাব অপর দিকে গাবুরা ক্রিকেট একাদশ।

