ফজলুল হক, সুন্দরবন প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনা গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ১২ পরিবারের ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ গত ২৬-২৭ তারিখে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে প্রবল জলোচ্ছ্বাসের জন্য নদীতে ৫-৬ ফুট পানি বৃদ্ধি পেয়ে বেঁড়ি বাধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার সময় বাধের পাশের পরিবার গুলোর ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খুব কষ্টে জীবন যাপন করছে,কেউ আছে পরিবার নিয়ে নিকটস্থ মসজিদে,কেউ বা আছে পাশ্ববর্তী সাইক্লোন সেল্টারে। ক্ষতিগ্রস্ত চুনা গ্রামের জাকারিয়া বলেন,আমার সব শেষ হয়ে গেছে,আমার দুইটা ঘর নষ্ট হয়ে গেছে,আমি এখন পরিবার নিয়ে মসজিদে অবস্থান নিয়েছি,আমি ছোট ব্যবসা করি,আমার পক্ষে তিলে তিলে তৈরী করা ঘরবাড়ী আবার তৈরী করা খুবই কষ্টকর হয়ে যাবে, সরকারি-বেসরকারি ভাবে সাহায্যের আবেদন করছি ক্ষতিগ্রস্ত মিজান বলেন, আমার দুইটি ঘর নষ্ট হয়ে গেছে,আমার পরিবার এবং গবাদিপশু পাখি নিয়ে আশ্রয়কেন্দ্র অবস্থান করছি। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামতের জন্য সরকারি-বেসরকারি ভাবে কোন বরাদ্ধ নেই,আসলে অব্যশই পাবে,তবে বর্তমানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল দেওয়া হবে।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক