ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ছাত্রলীগের অফিস নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করেন ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভবতোষ মন্ডল। বুড়িগোয়ালিনীতে ছাত্রলীগের স্থায়ী কোন কার্যালয় না থাকায় দলীয় কার্যক্রম করতে অসুবিধা হয়। এটি নিয়ে বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। তাদের যৌক্তিক দাবি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল আজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদে ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইনের হাতে নগদ ৯০০০ টাকা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন,বাপি মন্ডল ও রায়হানুল হক রনি প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *