সমাজের আলো।। বৃত্তি পরীক্ষার নামে সাতক্ষীরায় কিছু কোচিং সেন্টার এখন বাণিজ্যিক প্রতিযোগিতায় মেতে উঠেছে। শিশুদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের সঙ্গে জড়িয়ে থাকা এসব কার্যক্রম এখন পরিণত হয়েছে অব্যবস্থাপনা, অনিয়ম আর অরাজকতার নিকৃষ্ট উদাহরণে। যা প্রকৃত শিক্ষা প্রদানের অন্তরায়।

শুক্রবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা শহরের নবারুণ স্কুলে একটি জনপ্রিয় কোচিং সেন্টারের আয়োজিত তথাকথিত “বৃত্তি পরীক্ষা” শেষে দেখা যায় এক করুণ চিত্র। স্কুল প্রাঙ্গণে শত শত অভিভাবক ছুটোছুটি করছেন, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছেন না, কেউ আতঙ্কিত হয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা ক্লান্ত, কেউ কেউ ভীত ও বিভ্রান্ত। পুরো পরিবেশে এক ধরনের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার দৃশ্য ছিল স্পষ্ট।

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার আয়োজন ছিল সম্পূর্ণ অব্যবস্থাপনায় ভরা। কোথায় বসবে, কখন পরীক্ষা শেষ হবে, কিভাবে সন্তানকে নিতে হবে- এসব বিষয়ে আয়োজকদের কোনো কার্যকর পরিকল্পনা ছিল না। অনেকেই বলেন, ‘এটা পরীক্ষা নয়, যেন বিশৃঙ্খলার উৎসব!’

শিক্ষানুরাগী মহল বলছেন, এসব কোচিং সেন্টার বৃত্তি পরীক্ষার নামে অভিভাবকদের আবেগ ও উদ্বেগকে ব্যবহার করছে ব্যবসার হাতিয়ার হিসেবে। ভর্তি ফি, পরীক্ষার ফি, সার্টিফিকেট ফি- একের পর এক অজুহাতে চলছে অর্থ আদায়। অথচ পরীক্ষার মান, প্রশ্নের গুণগত মান কিংবা শিক্ষার্থীর প্রকৃত মূল্যায়নের কোনো নিশ্চয়তাই নেই।

অনেক সচেতন অভিভাবক মনে করেন, অল্প বয়সেই শিশুদের ওপর এমন অযৌক্তিক চাপ ও প্রতিযোগিতা তাদের মানসিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে। শিশুদের আনন্দময় শিক্ষাজীবন পরিণত হচ্ছে ভয় ও উদ্বেগের সাগরে।

তবে শুধু কোচিং সেন্টার নয়, এ দায় অনেকাংশে অভিভাবকদেরও। নিজেদের সামাজিক মর্যাদা ও ‘প্রথম হওয়ার’ মানসিকতার চাপে আমরাই সন্তানদের ঠেলে দিচ্ছি এমন এক প্রতিযোগিতায়, যেখানে শিক্ষার আনন্দ নেই- আছে শুধু নম্বরের যুদ্ধ।

একজন অভিভাবক বলেন, আমরা চাই সন্তান ভালো করুক, কিন্তু এমন ভিড়, এমন বিশৃঙ্খলায় ওরা শুধু ভয়ই পায়। এটা কোনো শিক্ষা নয়, এটা নির্যাতন।

এমন পরিস্থিতিতে অভিভাবকরা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ‘বৃত্তি পরীক্ষার নামে বাণিজ্য বন্ধ না করলে আগামী প্রজন্মের শিক্ষার ভিত্তিই বিপন্ন হবে।’

এখনই সময়, শিক্ষা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ নেওয়ার। শিক্ষা হতে হবে শেখার আনন্দের, বাণিজ্যের হাতিয়ার নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *