সমাজের আলো: গভীর রাতে প্রচণ্ড শীতের মধ্যে বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেছে সন্তান। এমন অমানবিক ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে। গত শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় অসুস্থ পিতাকে রাস্তার পাশে ফেলে রেখে যান তার সন্তান। পরে শনিবার সকাল ৭টার দিকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধকে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হিজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশা শেখ জানান, আমবাড়ি-বাবুগঞ্জ রাস্তার পাশে এক বৃদ্ধকে কে বা কারা ফেলে রেখে গেছে- এমন সংবাদ শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। তাকে প্রয়োজনীয় শীতের কাপড় পরিয়ে চিতলমারী থানায় জানাই। খবর শুনে থানাপুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে চিতলমারী থানার কর্মকর্তা মীর শরিফুল হক জানান, ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবননগর এলাকার হালদা গ্রামে।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক