সমাজের আলো : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধ নিয়ে বাবা ও মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলে ও নাতিদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আজিম উদ্দিন (৯০) ও কুলসুম বেগম (৭০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে অভিযুক্ত বড় ছেলে কফিল উদ্দিন, তার ছেলে মানিক ও মুক্তাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আজিম উদ্দিনের ছোট ছেলে রফিক ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বড় ভাই কফিল উদ্দিনের সঙ্গে বাবা ও মায়ের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল সকালে বড় ভাই কফিল উদ্দিন ও তার দুই ছেলে মানিক ও মুক্তা জোর করে জমি দখল করার চেষ্টা করে। এ সময় বাবা আজিম উদ্দিন ও মা কুলসুম বেগম বাধা দেন। এরপর কফিল উদ্দিন ও তার দুই ছেলে মানিক ও মুক্তা বাবা-মাকে বেধরক লাঠিপেটা করে আহত করেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন। এদিকে, অভিযুক্ত কফিল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সকালের দিকে জমিতে আমি আমন ধানের চারা রোপন করতে যাই। এ সময় আমার বাবা ও মা জমিতে আসে এবং পেছন দিক থেকে ছোট ভাই রফিক ও তার স্ত্রী আমাদের বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সবাই মিলে আমাকে ও আমার ছেলে মানিক ও মুক্তাকে মারপিট করে আহত করেছে

