সমাজের আলো: বিশেষকরে গোপনআঙ্গে,উরুতে ,হাটুতে,কোমরে,রানে,পেটে,চোখে,কানে, অনেক জায়গায় শুধু পোকা আর পোকা ,এই অবস্থায় খোলা আকাশের নিছে ভিজতেছিলো আর মৃত্যুর দ্বারপ্রান্তে চলেযাচ্ছিলো ৷ কোথাও তার থাকার একফুট জায়গা ছিলোনা , আমাদের জাতি,দেশ,সমাজ,সভ্যতাকে অভিশাপ দিয়ে তিলে তিলে সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে ৷ দেশে কত কিছু নিয়ে আলোচনা হয় অথছো তাদের জন্য একটি বেওয়ারিশ হাসপাতালের ব্যাপারে কারো কোন অনুভূতি নেই আফসোস….. আজকে কোন মিডিয়া নেই এই সংবাদ কাভারে ,যদি কোন বিশেষ ব্যাক্তি এখানে ভাষন দিত তাহলে আর মিডিয়ার অভাব হতো না আফসোস…,,,. কবে ফিরবে আমাদের বিবেক কবে আমরা সত্যিকারের মানুষ হবো ৷ এই মহিলার জন্য আমরা মানবিক পুলিশ ইউনিট তাকে বাচানোর আপ্রান চেষ্টায় আবারো নামলাম ৷ তবে এই অবস্থা দেখে নিজেকে পশু ছাড়া আর কিছু ভাবতে পারলাম না ৷
