নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের মিল বাজার সংলগ্ন কোল্ড স্টোর মার্কেটের সামনে পৌর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ঢালীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, বিএনপি নেতা ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. জিয়াউর রহমান মিশন, কৃষক দল নেতা সিদ্দিকুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মান্না মেহেদী বাপ্পী, আবিদুল হক মুন্না, বিএনপি নেতা শহীদ, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, পৌর বিএনপি নেতা আব্দুর রশিদ, আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ আমিনুর রহমান। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম আহমেদ নবাবজান।

