সমাজের আলো : বেতনা নদীর খনন মাটি স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক বিক্রির বিষয়টি এখন সর্বত্র আলোচিত ও সমালোচিত। পানি উন্নয়ন বোর্ডের চোখ ফাকি দিয়ে কিভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি লক্ষ লক্ষ টাকার খননকৃত সরকারি মাটি লুট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রিজ সংলগ্ন বেতনা নদীর ২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই লাবসা গ্রামের শফিকুল ইসলাম একই উপজেলার মিলবাজার এলাকার ছোট বাবু নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী মহলের বিরুদ্ধে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গত ০৩ এপ্রিল প্রভাবশালী আলতাফ হোসেন বাবু ও শফিকুল ইসলাম কর্তৃক বেতনা নদী খনন মাটি বিক্রির বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। ঐ দিন ঘটনাস্থলে পাউবো কর্তা জিয়াউর রহমান উপস্থিত হয়ে ১৫/২০টি ডাম্পার ধৃত করেন।

