সমাজের আলো : বেনাপোলে কিডনি পাচার চক্রের সদস্য আটক, ভুক্তভোগী উদ্ধারবাঁয়ে অভিযুক্ত আনিছুর, ডানে ভুক্তভোগী ইউনুছ আলীজোর করে কিডনি ট্রান্সফারের জন্য বেনাপোল দিয়ে ভারতে পাঠানো হচ্ছিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঢুকুরিয়াবেড়া গ্রামের মোহাম্মাদ ইউনুছ আলীকে (৩৬)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। চাকরির কথা বলে প্রথমে তাকে ভারতে যাওয়ার জন্য রাজি করা হলেও পরে ইউনুছ বিষয়টি বুঝতে পারেন। এতে রাজি না হলে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঢাকা থেকে বেনাপোলে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে পাচার চক্রের সদস্য আনিছুর রহমানকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবিকে সহায়তা করে আর্মড পুলিশ। আটক আনিছুরের বাড়ি গাজীপুরে।এ সময় ভুক্তভোগী ইউনুছের লাগেজ থেকে কুমিল্লার এক নারীর পাসপোর্ট উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, কাজের প্রলোভন দেখিয়ে ইউনুছকে ভারতে পাচার করা হচ্ছিল কিডনি ট্রান্সফারের জন্য। ইউনুছকে বলা হয়েছিল দেশটিতে এক বছর কাজ করলে তাকে ৩ লাখ ৭০ হাজার টাকা দেয়া হবে।

