যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ হাসান আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে। হাসান বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া মানকিয়া গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামের একটি টেইলার্সের সামনে থেকে হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

