যশোর প্রতিনিধি : বেনাপোল বন্দরের রফতানি টার্মিনালে বাংলাদেশী ট্রাক ড্রাইভারদের করোনা পরীক্ষার জণ্য ১টি ও বেনাপোল কাস্টমস হাউসে করোনা ভাইরাস নিয়ন্ত্রণকরন ২টি টানেল উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকালে বেনাপোল কাস্টম হাউসের সদ্য যোগদানকারী কমিশনার মোঃ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুর রহমান সজনসহ কাস্টম হাউস, বেনাপোলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, সদ্য উদ্বোধনকৃত করোনা ভাইরাস শনাক্তের থার্মাল স্ক্যানার ২টি স্টেশনের অনেক উপকারে আসবে। যেসব ড্রাইভাররা ভারত-বাংলাদেশ যাতায়াত করবে তাদের করোনা ভাইরাস আছে কিনা জানা যাবে। পাশাপাশি যারা সিএন্ডএফ কর্মচারী কাস্টমস হাউজে পেপারস নিয়ে আসেন তাদেরকে ও করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হবে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক ড্রাইভার ও হেলপার উভয় দেশে যাতায়াত করে থাকে।
তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত ও বাংলাদেশের উভয় বন্দরে ডিজ ইনফেকটেড ট্যানেল ও থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *