যশোর প্রতিনিধিঃ যশোর বেনাপোল সীমান্তে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় বিজিবির গুলিতে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান,সোমবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর বালুর মাঠ নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত রহমত আলি (২৬) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।বিজিবির হেফাজতে যশোর ২৫০শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।মোহাম্মদ মনজুর-ই-এলাহী বলেন, ‘ভারত থেকে মাদকের একটি চালান আনা হবে’ গোপন এমন একটি সংবাদে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর নিকটবর্তী আমবাগানে অবস্থান নেয় এসময় পিঠে মাদকের বস্তা নিয়ে বালুর মাঠে আসার পর বিজিবি চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা দেশীয় তৈরী ধারালো হাসুয়া দিয়ে অতর্কিতভাবে বিজিবিকে আক্রমণ করার চেষ্টা করে। টহলদল তৎক্ষণাৎ সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে চোরাকারবারীদের উপর তিন রাউন্ড গুলি চালায়।
পরে সেখানে একজন চোরাকারবারীকে ডান পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।তাকে আটক করা হয়েছে।সেখান থেকে প্লাষ্টিকের জালি ভর্তি বস্তায় ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি বড় হাসুয়া পাওয়া যায়।
আটক রহমত আলি একজন চিহৃিত মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

