সমাজের আলো: টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল চোরাচালানের সময় মিজান (৩৮) ও শফিক (৪০) নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১২। টাঙ্গাইল র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে এ সময় ৫২০ বোতল ফেনসিডিল ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যানে মাদক কারবারীরা চালান নিয়ে ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
