সমাজের আলো : খেলনার ভেতর থাকা বাটন ব্যাটারি গিলে ফেলার পর দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিল-সাইজের ওই ব্যাটারি গিলে ফেলার পর শিশুটির হার্ট ছিদ্র হয়ে যায়। এরপর দুই দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশুটি। কিন্তু শেষপর্যন্ত মারাই যায় সে।দ্য সান জানিয়েছে, যুক্তরাজ্যের ওই শিশুর নাম হিউয়ে ম্যাকমাহন। তার বাবা হিউ ম্যাকমাহন (২৯) ও মা ক্রিস্টিন ম্যাকডোনাল্ডের চোখের সামনেই হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় হিউয়ের।
ওই ব্যাটারি গিলে ফেলার পর হিউয়ের রক্ত ‘অ্যাসিডিক’ হয়ে যায়। আর তার হৃদপিণ্ডে একটি ছিদ্রও হয়। দুর্ঘটনাক্রমে একটি খেলার ছোট ব্যাটারি গিলে ফেলেছিল হিউয়ে। এরপরই এমন মর্মান্তিক মৃত্যু হয় তার।
হাসপাতালে ভর্তি করা হলেও হিউয়েকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ডাক্তাররা জানান, হিউয়েকে বাঁচানো যাবে না। এরপরই তার লাইফ সাপোর্ট মেশিন খুলে ফেলার সিদ্ধান্ত নেন এই বাবা-মা।

