সমাজের আলো : জয়ের জন্য ২১৬ রানের সহজ লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে যেখানে ব্যাটারদের ধীর-স্থির থাকার কথা, সেখানে তাদের মধ্যে দেখা যাচ্ছে তাড়াহুড়ো, অস্থিরতা। সবচেয়ে বড় কথা আফগার পেসার ফজলুল্লাহ ফারুকির বল যেন বুঝতেই পারছে না বাংলাদেশের ব্যাটার।
যার ফলশ্রুতিতে ২৮ রানেই হারিয়ে বসেছে ৫ উইকেট। জয় তো দুরে থাক, যে মহা বিপর্যয়ে পড়েছে টাইগাররা, তাতে কতদুর যেতে পারে এখন সেটাই চিন্তার বিষয়। টপ অর্ডারের ৫ ব্যাটার যারপরনাই হতাশার জন্ম দিয়ে ফিরে গেলেন সাজঘরে।এ প্রতিবেদন লিখতে না লিখতেই বিদায় নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অর্থ্যাৎ ৪৫ রানে পড়লো ৬ উইকেট। বাংলাদেশের রান এখন ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৬। ১১ রান নিয়ে ব্যাট করছেন আফিফ হোসেন ধ্রুব। তার সঙ্গে ৩ রান নিয়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
দুই ওপেনারের ওপরই ছিল সবচেয়ে বেশি ভরসা। তারা ভালো একটা সূচনা এনে দিতে পারলে বাংলাদেশও হাঁটতে পারতো জয়ের পথে। কিন্তু ১৩ রানেই ভেঙে যায় ওপেনিং জুটি। ৮ বল খেলে ১ রান করে ফজলুল হক ফারুকির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমানুল্লাহ গুরবাজের হাতে।
