সমাজের আলো : উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্কিত সমস্যা সমাধানে মন্দির কর্তৃপক্ষের সাথে (৬ আগস্ট) সকালে ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যোতিষ সম্রাট এস,কে, বোসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সংসদ সদস্য সাতক্ষীরা সদর -০২ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর থানার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, জেলা মন্দির কমিটির সভাপতি ও জেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, সদর পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শিবপদ গাইন, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন শফি, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নীলিপ কুমার মল্লিক, মৃত্যুজ্ঞয় প্রমুখু। এছাড়া মন্দিরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মতবিনিময় সভায় সার্বজনীন দূগা পুজা মন্দিরের বিতর্কিত কমিটি নিয়ে সমস্যা সমাধানের জন্য উপস্থিতিদের মধ্যে আলোচনা করেন। কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হওয়ায় এমপি আগামী কিছু দিনের মধ্যে সুধী জনদের নিয়ে আবারও মতবিনিময় সভা করবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল।

