সমাজের আলো।।নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিত নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা শহরের একটি অভিজাত হোটেলে রোববার সকাল দশটায় অনুষ্ঠিত হয়। ব্রেকিংদ্য সাইলেন্স আয়োজন করেন এ অনুষ্টানটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রোকুনুজ্জামান। মহিলা বিষয়ক কর্মকর্তা ফতেমাতুজ জোহরা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আইয়ের ,আবুল কালাম আজাদ, সংকল্প নিউজের রামকৃষ্ণ চক্রবতী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, বাংলা ভিশন টিভির আছাদুজ্জামান,দক্ষিনের মশালের আশেক ই এলাহী,মাছরাঙ্গা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল,যমুনা টিভির রাজিব হোসেন,ডিবিসির টিভির জিল্লুর রহমান।অনুষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম।
