সমাজের আলো ঃভোমরা ইমপোর্টারস্ এসোসিয়েশনের স্মারক নং- বিআইএ/২০২১/০১৮ তারিখ-১২-০২-২০২২খ্রি: পত্রের মাধ্যমে সিরিয়াল বর্হিভূত ভারতীয় পণ্যবাহী ট্রাকের জরিমানা ২০ হাজার টাকার স্থলে ৪০ হাজার টাকা করার জন্য আবেদন করেন।

ওই পত্রের পরিপ্রেক্ষিতে ভোমরাস্থ সকল সংগঠনকে নিয়ে ১৪-০২-২০২২খ্রি: তারিখ সন্ধ্যায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে এসোসিয়েশনের নিজস্ব ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য, ভোমরা ইমপোর্টারস্ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, ভোমরা সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ এবং ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।
সভায় ভোমরা ইমপোর্টারস্ এসোসিয়েশনের পত্রের উপর বিশদ আলোচনাপূর্বক উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে, পূর্বে সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়াল বর্হিভূত ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি জরিমানার টাকা ২০ হাজার টাকার স্থলে ৪০ হাজার টাকা নির্ধারন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত আজ ১৫-০২-২০২২খ্রি: তারিখ থেকে কার্যকর হবে। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *