যশোর প্রতিনিধি: ভালবেসে বিয়ের প্রস্তাব পেয়ে জামালপুর থেকে যশোরে এসেছিলেন আঞ্জুমান (১৮)। সাথে ছিলো ছোট বোন মনিরা খাতুন (১২)। কিন্তু বাড়িতে ঠাই দেয়নি প্রেমিক জয় ও তার পরিবারের লোকজন। বাধ্য হয়ে জয়ের পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে পুলিশ দুই বোনকে কোতয়ালি থানায় নিয়ে আসে। আঞ্জুমান জামালপুরের বকসিগঞ্জ উপজেলার উঠানি দত্তেরচর নতুন রাস্তা এলাকার মৃত মোহম্মদ আলীর মেয়ে।
আঞ্জুমান জানিয়েছেন, তিনি ঢাকার সায়দাবাদ সাইনবোর্ড এলাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। একই এলাকায় যশোরের রাজারহাট এলাকার আব্দুস সালামের ছেলে জয়ের সাথে তার পরিচয়। জয়ের বোনের বাড়ি সায়েদাবাদে। সেখানে যাতায়ার পর জয়ের সাথে পরিচয় এবং প্রেমের সম্পর্ক হয়। জয় তার বোনের বাড়িতে নিয়ে যায় তাকে (আঞ্জুমান)। সেখানে তিনমাস তারা একসাথে কাটিয়েছেন। কথা ছিল বিয়ে হবে । কিন্তু হয়নি। কিছু না বলে জয় চলে আসে যশোরে। তার সাথে যোগাযোগ করতে না পেরে তিনি ফিরে যান জামালপুরে। সেখান থেকে ছোটবোন মনিরাকে নিয়ে গত শনিবার রাতে যশোরের আসেন। উঠেন রাজারহাটে জয়ের বাড়িতে। কিন্তু জয় তাকে ঘরে তুলতে চায়নি। জয়ের পরিবারের লোকজনও নারাজ। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু জয় আর তার সামনে আসেনি। বাড়ি থেকে পালিয়ে যায়। আশেপাশের লোকজনের সাথে কথা বলেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ফলে পুলিশ সংবাদ পেয়ে রাজারহাটে গিয়ে তাকে ও তার বোনকে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, ওই মেয়ের পরিবারের লোকজনকে সংবাদ দেয়া হয়েছে। তারা যশোরে ফিরে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।।

