সমাজের আলো : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের আপমর জনতা। যার জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ভাষা শহিদদের প্রতি সম্মান জানাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। বাদ যাননি ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা’।জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা’।

টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’।জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা’।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধনী ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *