সমাজের আলো : একজন মাধ্যমিক অন্যজন উচ্চমাধ্যমিক পাস। অথচ দুজনই নিজেদের পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। ভুয়া পরিচয়ে কাস্টমসে চাকরি, মালামাল দ্রুত খালাস এবং অল্প দামে নিলাম পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা গত তিন বছরে শতাধিক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। তবে শেষ রক্ষা হয়নি, গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে এসেছে তাদের প্রতারণার অভিনব কৌশল।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক