সমাজের আলো। আমেরিকার সেনার এক বিশেষ ইউনিট ডেল্টা বাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করতে এই বাহিনীকেই পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৫০ বছর আগে তৈরি হওয়া আমেরিকার এই বিশেষ বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপনে অভিযান চালিয়েছে। ওসামা বিন লাদেনের খোঁজে আমেরিকার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেলটা বাহিনীর। যদিও লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌসেনার সিল বাহিনী।
পেন্টাগনের সামরিক শক্তির একটি অন্যতম স্তম্ভ বলা যেতে পারে এই ডেল্টা বাহিনীকে। আমেরিকার এক অভিযান সামরিক শাখা। কাজ করে খুব গোপনে। ডেল্টা বাহিনীর অভিযানের খুব কম তথ্যই প্রকাশ্যে এসেছে। ইরান-ইরাক যুদ্ধের সময়ে ‘অপারেশন প্রাইম চান্স’, ইরাক থেকে বন্দি উদ্ধার, আইএস জঙ্গি আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ার অপারেশন গথিক সার্পেন্টের মতো কিছু অভিযানে ডেল্টা বাহিনীর জড়িত থাকার কথা শোনা যায়।

