সমাজের আলো : টানা বৃষ্টির মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, কেন্দ্র স্থগিতসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র যেতে বাধাঁসহ একাধিক বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃষ্টির কারণে ভোট কেন্দ্রগুলোতে সকালে কিছুটা ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে দেখা যায়।কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে বিকাল ৪ টায় শেষ হয়।
এদিকে, সোমবার সকালে ভোট গ্রহনের আগেই উপজেলার কয়লা ইউনিয়নের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্লা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। সকালে দিকে তিনি সাংবাদিকদের বলেন, সকাল ৭টার দিকে কয়লা ভোট কেন্দ্রে তার এজেন্টরা গেলে পুলিশের সামনে তাদেরকে বেপরোয়া ভাবে মারধর করে বের করে দেওয়া হয়। এ খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও নৌকার প্রার্থী ও তার লোকজন মারধর করে। সেখানে প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল মেরে নেওয়ার অভিযোগও করেন তিনি।
এছাড়া ভোট গ্রহনের আগেই রাতে ব্যালট পেপারে নৌকা প্রতিকে সিল মেরে বাক্স ভর্তির অভিযোগে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ইউনিয়নের কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে স্থানীয়রাসহ স্বতন্ত্র প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবিরকে বিষয়টি অবিহিত করলে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঘটনাস্থলে এসে উক্ত কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন।এদিকে অধিকাংশ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য প্রার্থীদের অভিযোগ, তাদের সকল কেন্দ্র থেকে তাদের এজেন্টদের মারপিট করে বের করে দিয়েছে নৌকার প্রার্থীসহ সমর্থকরা। এসময় কেন্দ্রে পুলিশের উপস্থিত থাকলে এবিষয়ে তারা কোন ভুমিকা নেয়নি।
এদিকে, রাবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মো: বেনজির হোসেন ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্বতন্ত্র চেয়রাম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, তিনি তার নির্বাচনী কার্যালয়ে বসে নির্বাচনে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বন্টনের কাজ করছিলেন। এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ তার সমর্থকরা অতর্কিত হামলা করে। একইসময় তারা মেম্বর পদপ্রার্থী আনারুলের কার্যালয়েও হামলা করে। এই হামলায় কমপক্ষে ১৫জন আহত হন। তিনি জানান, আমি নিজে আহত হয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছি। আমার লোকজনদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী মো: বেনজির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমার একজন কর্মীর মাথায় ইটের আঘাত লেগেছে।জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়নে (হেলাতলা) ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে দুই উপজেলায় ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২৬০ জন নারী ও সাধারণ সদস্য পদে ৮৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সাতক্ষীরার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি ও হেলাতলা ইউনিয়নকে ঝুকিপ‚র্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, ঝুকিপর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি আরো জানান, উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহি মাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, আনসার সদস্য ও র্যাবের টিম নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।
প্রসংগত; উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৩৮জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন।১০টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৯১টি। মোট ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১৭৭৪ ও মহিলা ভোটার ৭২৬৯৬।

