নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের সামনে ভোমরা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মা, মাটি ও মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন তাঁর কর্ম ও গুণের জন্য। সারা বাংলার ধানের শীষের মাঝে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেছারউদ্দিন মনি, যুব নেতা লুৎফুল আলম খোকন, ভোমরা সিএন্ড এফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ভোমরা ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *