সমাজের আলো : সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করা হয়েছে।সোমবার সকালে নির্মাণধীন ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় কাজের গুনগত মান বৃদ্ধির জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

