সমাজের আলো : ঘোষণার বেশি শুটকি আমদানির অভিযোগে ৬টন শুটকি আটক করে কাস্টমসে জমা দিয়েছে বিজিবি। শনিবার রাতে ভোমরা স্থল বন্দর থেকে আটকের পর পর্যালোচনা শেষে রোববার বিকেলে অতিরিক্ত এসব শুটকি কাস্টমসে জমা দেওয়া হয়। আটককৃত শুটকির আনুমানিক মুল্য প্রায় দুই কোটি টাকা।
ভোমরা স্থলবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার ভোমরা স্থলবন্দরের আমদানি কারক আব্দুস সবুরের তত্ত্বাধনে বন্দরে ১০ টন শুটকি মাছ আমদানির ঘোষণা দিয়ে ১৭ টন শুটকি মাছ বন্দর অভ্যন্তরে নিয়ে আসেন। উক্ত পন্য আমদানি কারক আব্দুস সবুরের সিএন্ডএফ এজেন্ট ছাড় করায়। এরপর শনিবার রাতে বন্দরে উক্ত শুটকি খালাস করার সময় অতিরিক্ত শুটকি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ভোমরা ক্যাম্প কর্মকর্তা ও সদস্যরা অভিযান চালিয়ে এসব পন্য তাদের হেফাজতে নেন। রোববার উক্ত পন্য ঘোষনা অনুযায়ী ১০ টন এবং অতিরিক্ত আরো ১টন ছাড় দিয়ে বাকি ৬টন শুটকি কাস্টমসে জমা দিয়েছেন বলে সূত্র জানায়।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি কমান্ডার লে: কর্ণেল আল মাহমুদ এর সত্যতা স্বীকার করে আটককৃত পন্য কাস্টমসে জমা দিয়েছেন বলে দৈনিক পত্রদূতকে নিশ্চিত করেন। তবে কাস্টমস কর্মকর্তা আমীর মামুন জানান, এক ট্রাকে ১০ থেকে ১১টন শুটকি আনা যায়। যেহেতু ১৭টন পন্য ছিল। সেক্ষেত্রে আগেই ভোমরা বন্দরে এসব পন্য আনা ছিল বলে মনে হচ্ছে। তবে এই শুটকি কাস্টমস কর্তৃপক্ষ আটক করেনি বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *