সমাজের আলো:-সাতক্ষীরা ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে তিন পিস সোনারবারসহ এক মহিলাকে আটক করেছে ।আজ সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মী দাড়ি সীমান্ত এলাকা থেকে সোনারসহ তাকে আটক করে।
আটক সোনা চোরাকারবারি মহিলার নাম নুপুর খাতুন ।সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়ব সুবেদার জহিরুল ইসলাম জানান, গোপনে বিজেপি সদস্য জানতে পারে এক মহিলা সোনা নিয়ে ভারতে পাচারের জন্য লক্ষ্মী দাড়ি সীমান্ত এলাকায় অবস্থান করছে।। ওই সংবাদ নিশ্চিত হওয়ার নিশ্চিত হওয়ার পর তার নেতৃত্বে লক্ষ্মী দাড়ি এলাকায় অভিযান চালানো হয় ।সন্দেভাজন মহিলাকে আটক করা হয় ।তার দেহ তল্লাশি চালিয়ে তিন পিস সোনার বার উদ্ধার করা হয়। ঘটনাই সাতক্ষীরা সদর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।।
