সমাজের আলো।। দফা দাবিতে ভোলা সফরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন ‘আমরা-ভোলাবাসী’ নামের সংগঠনের সদস্যরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তাদেরকে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়। এসময় নানা প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টারা।

অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর আগে বিকেল ৪টার দিকে ভোলা জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের ওই তিন উপদেষ্টা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *