যশোর অফিস : নিজ ভ্রুণ হত্যা, টাকা ও গহনা আত্মসাতের অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোর সদরের হাটবিলা গ্রামের শমসের আলীর ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো সদরের রাজাপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস পারভীন রেখা।
মামলার অভিযোগে জানা গেছে, মনিরুল ইসলাম হাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন। ২০২০ সালের ২৮ জুলাই মনিরুল ইসলাম নার্গিস পারভীনকে বিয়ে করেন। নার্গিস পারভীনের পূর্বের বিয়ের বিষয়টি গোপন করে মনিরুলের সাথে বিয়ে দিয়েছিল পরিবার। ২০২১ সালে মনিরুলের শাশুড়ি ধার হিসেবে তার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিল। যে টাকা পরিশোধ না করে স্ত্রী ও শাশুড়ি আত্মসাত করে দিয়েছে।এর মধ্যে নার্গিস তার পূর্বের স্বামীর সাথে মোবাইলে যোগাযোগের বিষয়টি মনিরুলের কাছে ধরা পড়ে। মনিরুল তাকে নিষেধ করলেও সে কর্ণপাত করেনা। এনিয়ে সংসারে অশান্তি চলছিল। চলতি বছরের ১৯ জুন অন্তসত্ত্বা অবস্থায় নার্গিস তার পিতার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে তাকে আনতে গেলে সে আর আসতে রাজি হয়না। গত ৩০ জুন তার মায়ের পরমর্শে শহরের একটি ক্লিনিক থেকে গর্ভের ভ্রুণ নষ্ট করে ফেলে। তারপরও মনিরুল তাকে আনতে গেলে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। চলতি মাসের ১৯ জুলাই নার্গিস তাকে তালাক দিয়ে চেয়ারম্যান বরাবর তালাকনামা পাঠিয়ে দেয়। আসামিরা প্রতারণা করে অর্থ, গহনা আত্মসাত ও ভ্রুণ হত্যা করায় বৃহস্পতিবার তিনি আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *