সমাজের আলো: কোন কারণ না জানিয়েই ৮ আগস্ট থানায় তুলে আনা হয় নৌকার মাঝিকে। দাঁড় করানো হয় অপরিচিত দু’ যুবকের সামনে। এরপর এসআই শামীমসহ জিজ্ঞাসা করলেন; ‘তুই ওদের চিনিস?’ উত্তরে ‘না’ বলতেই শুরু করলেন মারধর। এক পর্যায়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিলেন, মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বারবার মুখে গামছা বেঁধে পানি ঢেলে করতে থাকলেন নির্যাতন। স্বীকারোক্তি না পেলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের কাছে এমনটাই বলছিলেন ‘ধর্ষণ-হত্যার দায়’ স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া নৌকার মাঝি খলিলুর রহমান। তার দাবি, ‘টানা ৩ দিন থানার লকআপে আটকে রেখে এভাবে নিযার্তন করে শেখানো স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। বর্তমানে থানায় পুলিশের নির্যাতনের কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
