সমাজের আলো।। রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলি বের করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি)তে নেয়া হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেয়া হয়। এতে প্রেসার একটু ভালো হয়। পরে তার মাথার সিটিস্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরো- সার্জারি বিভাগের ওটিতে নেওয়া হয়েছে। অস্ত্রোপচার চলছে।
এর আগে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল। বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর থেকে এখনো তার জ্ঞান ফেরেনি।

