মণিরামপুর (যশোর)প্রতিনিধি : মণিরামপুরে বোরো ধানের বাম্পার ফলন পেয়ে চাষিরা আনন্দে মাতোয়ারা। ন্যায্যমূল্য এবং অনুকূল আবহাওয়া থাকায় কৃষাণ-কৃষাণিরা ধান ঘরে তুলতে দাবদাহের মধ্যেও দিন-রাত পরিশ্রম করছেন। চলতি রমজান মাসেও ধানের কাজে নেই তাদের ক্লান্তির গ্লানি। উপজেলার পশ্চিমাঞ্চলের অধিকাংশ চাষি আগাম ধান ঘরে তুলতে পারলেও পূর্বাঞ্চলের চাষিরা রয়েছেন কিছুটা বৈশাখের ঝড়-বৃষ্টির শঙ্কায়। সবমিলে মণিরামপুরের চাষিরা ধান কাটা, বাঁধা, বহন, ঝাড়াই-মাড়াই, উড়ানো এবং গোলায় উঠাতে ব্যস্ত সময় পার করেছন। তবে অনেক কৃষক বলেছেন, ক্ষেতের মধ্যে মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে পাকা ধান কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। ইঁদুরের উৎপাতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার জামলা, লাউড়ী, শ্যামকুড়, খেদাপাড়া, গালদাসহ বিভিন্ন এলাকায় একি ধরণের সমস্যা দেখা দিয়েছে ।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক