যশোর অফিস : যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে খলিলুর রহমান খলিল (৪৫) নামে এক কৃষকের মৃ*ত্যু হয়েছে। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে খলিল বাড়ির পাশে তাঁর জমিতে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে স্থানীয় রাইস্ মিল মালিক শরিফুর ইসলাম অবৈধ্য ভাবে খলিলের জমির উপর দিয়ে বিদ্যুতের তাঁর টানছিলেন। এ বৈদ্যুতিক তাঁরে বিদ্যুৎস্পৃষ্টে হন খলিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

