মণিরামপুর (যশোর) প্রতিনিধি : খেলা সমাজে শৃঙ্খলা তৈরি করে ইয়াকুব আলী ফাইনাল খেলা উপভোগ করতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী ক্রীড়া মোদিরা নির্ধারিত সময়ের আগেই মাঠের দিকে ধাবিত হতে থাকে। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে ভরে ওঠে। সোমবার বিকেলে এমনই উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন মণিরামপুরের দুর্গাপুর যুব সমাজ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মণিরামপুর উপজেলা ফুটবল একাদশ বনাম লাউড়ী ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধ ১-১ গোলে সমতা থাকে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৬-৫ গোলে লাউড়ী ফুটবল একাদশ জয় পায়।

খেলা শেষে প্রধান অতিথি কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী চ্যাম্পিয়ান দলকে ৪০ হাজার টাকা ও রানাসআপ দলকে ২০ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন। দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সৌজন্যে ধারাভাষ্যকার সোহাগ হাসান লিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। খেলার সার্বিক সহযোগিতা করেন এস এম ইয়াকুব আলী। খেলার মিডিয়া পার্টনার ছিল দৈনিক গ্রামের কাগজ।সমাপনী অনুষ্ঠানে কাউন্সিলর আদম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যশোর বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের যুগ্ম সম্পাদক আসমা খাতুন লাখী, জেলা আওয়ামী লীগ নেত্রী পুর্ণিমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর আজিম হোসেন, কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর আজিম হোসেন, কমিটির সদস্য রবিউল ইসলাম, আক্তার হোসেন এবং শামীম হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটাতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি। আজকের শিশু খেলোয়াড়রা আগামীদিনে দেশের সুনাম বয়ে আনবে। খেলাধুলার মাধ্যমে সমাজে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের সৃষ্টি হয়। খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে এবং নেশাদ্রব্য থেকে দূরে রাখে। তাই গ্রামগঞ্জের ছেলেদেরকে মাদকের থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *