মনিরামপুর,যশোর প্রতিনিধি:  যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লক্ষণ চন্দ্র ধর বুধবার ৭.১০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ব্রেন টিউমার নিয়ে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমারের জন্য স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। যশোর জেলার মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সফল ভাবে পালন করেন। ছাত্র হিসাবে যেমন ছিলেন মেধাবী তেমনি রাজনৈতিক নেতা হিসাবে ছিলেন বিচক্ষণ। এই ইউনিয়ন থেকে বিএনপি-এর প্রার্থী হয়ে নিজের মেধা ও প্রজ্ঞার বলে স্বমহিমায় নিজেকে তুলে ধরে ছিলেন। ছাত্রজীবনে বাম ঘরনার রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হন এবং মনিরামপুর উপজেলার নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি উৎপল বিশ্বাসের শ্বশুর। মৃত্যুকালে তিনি পুত্র,কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *