জি এম ফিরোজ উদ্দিন,মনোহরপুর,(মনিরামপুর),প্রতিনিধি : যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থতিত মানবসেবা মুলক প্রতিষ্ঠান ,,মনোহরপুর কল্যান ট্রাষ্টা ,,সংগঠনটি র্দীঘদিন যাবৎ মনোহরপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময় বিভিন্নউপকরণ বিনা মুল্যে প্রদান করে আসছেন।তারি ধারাবাহিকতায় শনিবার বিকালে ,মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজএর এক কক্ষে মনোহরপুর কল্যান ট্রাষ্টাএর সহযোগিতায় অত্র ইউনিয়নে র দরিদ্র জনগোষ্ঠির জন্য ২য় বার বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন অভয়নগর উপজেলা কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার, ডা মো আলীমুর রাজীব,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,আ:রহিম, ,,ডা মোশাররফ হোসেন,,জি এম শাহিদুজ্জামান ,আবু সাঈদ, বিজন কুমার বিশ্বাস,দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জি এম ,ফিরোজ উদ্দিন,সহ আরো অনেকেই বলে জানা যায়।চিকিৎসা সেবা দ্বিতীয় দিনে ৪০ জন নারী পুরুষ কে সেবা প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *