সমাজের আলো: সিলেটের বিশ্বনাথে নিজের ফেসবুকের স্টোরিতে মহানবী (সা.)-কে নিয়ে একটি আপত্তিকর স্ক্রিনশট পোস্ট করার অভিযোগ উঠেছে সুব্রত সোম (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের শৈলেন সোমের ছেলে। তবে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলছেন, ‘ওই আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট করা হয়েছে।’ তবে ‘আইডি হ্যাক হয়েছে’ দাবি করে গতকাল শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ না করে সুব্রতকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় একটি সূত্র জানায়, কয়েকদিন আগে সুব্রত সোম নামের ফেসবুক আইডির স্টোরি অপশনে মহানবী (সা.)-কে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট আপলোড করা হয়। বিষয়টি মুসলিম অনেকের দৃষ্টিগোচর হলে তারা ক্ষুব্ধ ও প্রতিবাদী হয়ে ওঠেন। অনেকে তাদের ফেসবুকে সুব্রতের পোস্টের স্ক্রিনশট দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে ‘আইডি হ্যাক হয়েছে’ দাবি করে আজ সকালে থানায় জিডি করতে যান সুব্রত সোম। তবে পুলিশ জিডি গ্রহণ না করে তাকে হেফাজতে নেয়। ফেসবুকের ওই পোস্টের জেরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হলে অভিযুক্ত সুব্রত সোমের বাড়িতে আজ সকাল থেকে চারজন পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে ওই এলাকায় যান ওসি শামীম মুসা। তিনি স্থানীয় প্রীতিগঞ্জ বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন।

