শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪ টায় মাগুরার পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকলীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। কৃষকনেতা মাঙ্গীলাল গাইনের সভাপতিত্বে ও মাগুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক লিটন মোড়লের সঞ্চালনায় সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য দিলীপ অধিকারী, অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: ময়নুল ইসলাম, সদস্য সচিব জনপ্রিয় কৃষকনেতা ইন্দ্রজিত সাধু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, কৃষক নেতা দেবব্রত দেবনাথ, আবদুল্লাহ সিদ্দিকী, মনিরুজ্জামান মনি, অনুপম মন্ডল ও আরো অনেকে।

