প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার প্রেসক্লাব যশোরে মাগুরা কল্যাণ ফোরাম, যশোর’র বার্ষিক সাধারণ সভা মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩বছরের জন্য পুনরায় মোঃ মোহন মিয়া সভাপতি ও শেখ দিনু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচতি হয়েছেন।
সকাল ১০টায় সাধারণ সভা শুরু হয়। এরপর সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ফোরামের উপদেষ্টা জাহিদ হাসান টুকুনকে প্রধান করে সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠিত হয়। সাবজেক্ট কমিটির অপর দুই সদস্য হলেন, ফোরামের সাবেক সভাপতি নাদুর হোসেন বিশ্বাস ও উপদেষ্টা এ.জেড.এম আহসান হাবীব।
সাবজেক্ট কমিটির সদস্যরা যাচাই-বাছাই সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন ও নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। পরিষদের নির্বাচিত অপর সদস্যরা হলেন, যথাক্রমে সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, মোঃ আলী রেজা, মোঃ সাইদুর রহমান, শান্তিরাম বিশ্বাস ও মোঃ ওয়ালিয়ার রহমান, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ আব্দুস সবুর ও তফিকুর রহমান কাকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ কামাল হোসেন, অর্থ সম্পাদক অশোক কুমার বিশ্বাস, আইন সম্পাদক এড. আহাদ আলী লস্কর, কৃষি সম্পাদক মুজিবর রহমান, স্বাস্থ্য সম্পাদক নব কুমার সাহা, সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহম্মেদ পিন্টু, দপ্তর সম্পাদক মোঃ ইমরুল হোসেন, প্রচার সম্পাদক অমিত রায় আনন্দ, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জুলফিকার আলী, নির্বাহী সদস্য যথাক্রমে ডা. প্রভাত কুমার নাথ, মোঃ আরিফুজ্জামান রিমন, মোঃ আলমগীর কবীর, মোঃ রবিউল ইসলাম, জাহিদা পারভীন রীতি, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, বিপুল কুমার অধিকারী, মনোরঞ্জন সাহা মনোজ, মোঃ সাজ্জাদুল আলম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামছুজ্জামান শাহীন, মোঃ শরিফুল ইসলাম, রহিমা খাতুন ও শিমুল কুমার বিশ্বাস। সভায় প্রফেসর ড. মোঃ আহসান হাবীবকে প্রধান করে ২০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এছাড়া সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা পাশ হয় হয়। তাছাড়া সভায় গঠনতন্ত্রের বেশ কিছু ধারা পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজনের প্রস্তাব আনা হলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান স ালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ।

