সমাজের আলো : মাছি এখন ছিনতাইকারী। এ মাছি কীটপতঙ্গ গোত্রের নয়। মনুষ্যকূলে জন্ম এ মাছির নাম মাছিদুল ইসলাম মাছি। তিনি কালিগজ্ঞ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। সম্প্রতি তিনি ছিনতাইসহ করার জন্য একটি দল গঠন করে তৈরি করেছেন মাছি বাহিনী। ঝোপ বুঝে কোপ মারার মতো করে টুকটাক কর্মকাণ্ড চালিয়ে আসায় তেমন নজরে আসেনি স্থানীয় এ বাহিনীর নাম।গত ১৯ মে ঢাকার তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রী তার ফেসবুক পেজে মাছির ছিনতাই কাহিনি নিয়ে একটি স্টাস্টাস দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।ভুক্তভোগী ছাত্রী নিজের ব্যক্তিগত ফেসবুকে অভিযুক্ত মাছিদুল ইসলাম মাছির একটি ছবি দিয়ে সবাইকে সতর্ক করে একাটি স্ট্যাটাস দেন। সেখানে ওই কলেজ ছাত্রী লেখেন, কালিগঞ্জ বসন্তপুর বর্ডারে ছেলেরা-মেয়েরা ভাইবোন একসাথে ঘুরতে গেলে অবশ্যই সাবাধানতা অবলম্বন করবেন। কারণ ছবিতে যে পশুকে দেখা যাচ্ছে এই পশু যারে তারে ধরে মোবাইল, মানিব্যাগ নিয়ে নিচ্ছে। নিজের এলাকাতে এমনটা হবে ভাবতে পারিনি। না দিতে রাজি হলে মারধর করছে। এমনকি মেয়েদের হাতধরেও টানাটানি করছে। তাই আপনাদের মা-বোনেরা তাদের নিজেদের এলাকাতেও সেভ না। এজন্য এদের থেকে দূরে থাকুন। ভালো মানুষের মুখোশ পরে আর কতদিন যাবে।খোঁজ নিয়ে জানা গেছে, কালিগঞ্জের স্থানীয় মেয়ে ঢাকার তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষে ছাত্রী। গত গত ১৬ মে তার দুইজন মেয়ে বন্ধু ও একজন বড় ভাইকে নিয়ে কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে ‘রিভার ড্রাইভ ইকো পার্কে’ ঘুরতে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা মাছিদুল ইসলাম ওরফে মাছি (৩২) ও তার সাঙ্গরা তাদেরকে আটক করে। কিছু বুঝে ওঠার আগেই মাছি তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এক পর্যায়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। দিতে অস্বীকৃতি জানালে মাছি গ্রুপ তাদেরকে মারপিট করে। বিষয়টি সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা জানতে পেরে তাদের সহযোগিতায় ভুক্তভোগীরা মুক্তি পান।

