আলতাপ হোসেন লাল্টু অস্ট্রেলিয়া সিডনি থেকে: আমার মত অনেকেরই আপন ছিল তখন । আমরা এক ই এলাকার ও পারিবারিক বলয়ে বিরাট দহরম মহরম আদি কাল থেকে । আমরা ছোট বেলা থেকে দেখেছি একে অপরের বাড়িতে মৌসুম ধরে চলাচল । তারা শেঠ বাড়ি নামে পরিচিত । অগাধ ধনসম্পত্তি কারনে তার পূর্বপুরুষেরা জমিদারদের মত স্বভাব পেয়েছিল। তার বাবা ঈশ্বর শ্যামাপদ শেঠ মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক এবং অত্র এলাকার অগ্রগণ্য ব্যক্তিদের তালিকাতে স্হান করে নিয়েছিলেন স্বমহিমায় । বাংলাদেশের শিক্ষক কুলের গর্ব ও মুক্তিযুদ্ধের সফল সংগঠক শেখ আমানুল্লা সাহেবের ঘনিষ্ঠ বন্ধু সহ উপজেলার দলমত নির্বিশেষে সকল সমাজ পতিদের সংগে খয়ের খা সম্পর্ক ছিল ।তার কাকা ঈশ্বর হরিপদ শেঠ ব্রিটিশ উপনিবেশের সমযে ঠিকাদারি ও ব্যবসায়ী ছিলেন ।সেসময় নিজস্ব জীপ গাড়ি ও রিভলবার সহ চলাচল করতেন।তিনি আমার বড় চাচা মমতাজ আহমেদ (এম,সি,এ ও এম এল এ ) এর একান্ত সহচর ছিলেন ।নিজগাড়ী চালিয়ে বেনাপোলের কোন যায়গাতে গাছের সাথে এক্সিডেন্ট করে পরলোক গমন করেন । উপরেউল্লিখিত পটভূমি বৃটিশ ও পাকিস্তান কালের । আমার বাবা কয়েকবার চেয়ারম্যান ছিলেন এবং পুলকের বাবার সাথেএক বিছানায় চলাচল ছিল । এবার আসি উপরের ছবির কিছু দৃশ্যে । শংকর শেঠ তাদের বড়ো ভাই, আজকের কলারোয়া তে যাহারাই একটু গোছালো ও সম্মানিত এবং সত্তর দশকের মাঝামাঝি থেকে নব্বই অবধি মাথা তুলে চলেছেন তারাই তার বন্ধু ।খুব মিসুক খোলা মনের । দীপক শেঠ আশির দশকের তুখোড় ছাত্র নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি দুজনে সমগ্র জেলার মধ্যে খুবই পরিচিত ছিল ।সে এখন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও স্কুল শিক্ষক । এবার পুলক শেঠ ,আমি যখন থানা ছাত্রলীগের সভাপতি, সে কলেজ ছাত্র লীগের সভাপতি ।ওঠাবসা চলাচল বলে শেষ করা যাবে না। নব্বইয়ের আমরা সরকারি কলেজে প্রথম ব্যচে বি,এ পরীক্ষার্তী ।প্রথম দিন স্বপন ও দীপক জুটি পরীক্ষার একটু আগে হলে ঢুকে আমাদের সাথে দেখা করে যায় ।কিছু পরেই আমার মিয়া ভাই (বড়ো) অধ্যাপক এম এ ফারুক ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের কে জানালেন শংকর রা চলে গেছে ইন্ডিয়া তে ।একে তো পরীক্ষা আবার এতবড়ো সংবাদ ।আমরা সেসময় ছাত্র লীগের ছাত্র মৈত্রীর বাঘা বাঘা ছেলেরা পরীক্ষার্তী। সবাই মন খারাপ নিয়ে পরীক্ষা শেষ করলাম । উপরে ছবিতে তাদের দুটি বোন ।বড়োজন আমার বড়ো বোনের স্কুলের একান্ত সহচর ।ছোট জন স্বরস্বতী(মনা)।ছাত্র লীগের আমাদের কমিটির তুখোড় নেত্রী ছিল। যাহোক আমরা সদলবলে আশা যাওয়ার মধ্যে সম্পর্ক অটুট রাখতে পেরেছি ।ছাত্র লীগের সভাপতি অবস্থা তে চেয়ারম্যান হযে নব্বইয়ের দশকের ছাত্র নেতাদের এক ঐতিহাসিক পুনর্মিলনী অনুষ্ঠান করেছিলাম ।দক্ষিণ বাংলার এক সিংহ পুরুষ সৈয়দ কামাল বখত এম পি সাহেব প্রধান অতিথি ছিলেন ।তাঁর বাবা অবিভক্ত বাংলার ডেপুটি স্পিকার ছিলেন ।আমি সেই অনুষ্ঠানের আহবায়ক ছিলাম ।বহু ছাত্র ছাত্রীদের ও স্বৈরতান্ত্রিক আন্দোলনর সংগ্রাম পরিষদের সকলকেই পেয়েছিলাম অনুষ্ঠানে ।যাহা আজ ও কেহ অতিক্রম করতে পারে নি।সেই অনুষ্ঠানে দীপক শেঠ কে আমন্ত্রণ জানানো হয়েছিল । সে চলে এসেছিল ।আর সে ফিরে যায়নি । পরের ঘটনার আলোচনা দরকার হবে না আশা করি । পুলক সপরিবারে বাংলাদেশে ঘুরতে এসেছে আমাদের সকল বন্ধুদের সাথে দেখলাম সমান্তরাল ভাবে ঘুরে চলেছে ।দল মত নির্বিশেষে বাবাদেরমত দাওয়াত ঘোরাঘুরি তে সময় পার করছে । ফাঁকে আমাদের বাড়িতে এক চক্কর দিয়ে এসেছে । ফারুক, পলাশ, আমজাদ,, অলোক, ফাত্তাহ, জিল্লু,সহ সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তারা চালিয়ে যাচ্ছে সরবে। শেলি কে খুব মনে হচ্ছে । সবাই ভালো থেকো ।

